হৃদয়ে স্বপ্নের অপব্যয়ের অনুশোচনার অপরাধ বয়ে হয়েছি আমি বিনিদ্রা রাতের সাথী l
পাতালঘর থেকে চিলেকোঠা পর্যন্ত দৈর্ঘ্য মাপছে তাচ্ছিল্যময় স্বপ্ন l
স্বপ্ন অপব্যয়ের নগ্নতা,বিচ্যুত শব্দের বলিদান,
বিকশিত আবেগের প্রতি অধীর হিংসায় তাকিয়ে রয়েছে l
নীরব রাতের কূট ডাক কে অবহেলা না করে প্রশ্রয় দিয়েছি প্রতিনিয়ত l
স্বপ্নের অপব্যয়ের দায়!সবটাই নিয়েছি মেনে চুপচাপ l
অস্পষ্ট স্মৃতি মিশে যায় বিস্ময়ের বিষণ্ণ অসীমে – যেখানে অনান্য স্মৃতি সকল রয়েছে সঞ্চিত l
আমি করেছি ক্ষমাহীন ভুল,স্বপ্ন ধূলিতে লিপ্ত হয়ে ছিলাম অপব্যয়ের কান্ডারীতে বিলীন l
অসংখ্য শৃঙ্খলার মাঝেও বিশৃঙ্খলা,
অস্থিরতার সমাপ্তি নেই আজ মননে l
বিশৃঙ্খলতার শাখা বিস্তারের অপরাধে অনুপম স্বপ্ন সকলকে করেছি অপব্যয়ের শিকার l
আজ বহু সময় পর,মনের গুল্মলতাগুলো একটু অবলম্বন খুঁজছে l
বার বার অনুভূতি দ্বারা সৃষ্ট উপলব্ধিগুলো নিষ্ঠুর ভাবে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি l
নষ্ট হয়ে যাওয়া পায়ের ছাপের মতো আমিও এখন নষ্ট,স্বপ্ন অপব্যয়ের দায়ে l
আজ আমি অসহায়,ক্লান্ত…
বেহিসাবী স্বপ্ন প্রখর আলোর তাপে আবছা যেন, একরাশ অযাচিত আবর্জনার স্তূপ l
আমি বহুদিনের নিদ্রা পিপাসিত অচেনা ভবঘুরে l
তাইতো বিদগ্ধ স্বপ্ন অপব্যয়ের কালো রাত শেষ,
আশায় রইলাম,আবার শুরু হবে নতুন স্বপ্নের রাত ll