দুরবস্থার সাত কাণ্ড দাঁড়িয়ে কাঠগড়ায় |
আমাদের প্রতি-ই উদ্যত তর্জনী!
কানমলার পর কানমলাতেও শিক্ষা-দীক্ষার
অসম্পূর্ণতা এখনো অক্টোপাসের মতন…,
বেলভলাতে একাধিক যেতে কাঁপে নি পা,
দুর্দশার দশাটিও খানদানি|
শাপ-মুনিবর বুঝি কটাক্ষে ক্রোধে
উপুড় করে অভিশাপের ঝুলি,
সেখানে কিসমতের ব্যঙ্গ-পরিহাসে
অল্প-বেশী আমরাও দুর্ভবনায় দুলি|
দুঃখের পাঁচালীতে অভ্যস্ত জীবনযাপনে
কখনো-সখনো উচ্ছ্বাস-আলোক মরীচিকা!
সুদিনের সুখ-সুখ ভাবটি হারায় অসাবধানে
যন্ত্রণার ক্রূশে ভোগান্তির বিধানে,
দুরবস্থার সাত কাণ্ড কাঠগড়ায় নিশিদিন
আমাদের দিকে-ই তোলে তর্জনী