আগুনটা ধিক্ ধিক্ করে জ্বলছে,
তাপ কম, ধোঁয়াও কম
তাই তোমার চোখে পড়েনি
একটু একটু করে পুড়তে পুড়তে একসময়
সব পুড়ে ছাই হয়ে যাবে।
তার আর কিছুই ফিরে পাওয়া যাবে না।
তুমি দেশলাই জ্বালিয়ে কাঠিটা না নিভিয়ে
ছুঁড়ে ফেলে দিয়েছো,
পিছন ফিরে আর তাকাওনি
ঐ আগুনটা যে কখন বিভীষিকা হয়ে গেছে।
জানো তো, পাটের গুদামে যখন একটা
আগুনের স্ফুলিঙ্গ এসে পরে
তখন সেটা একটু একটু করে পুড়ে সব শেষ করে দেয়,
ধোঁয়ায় ধোঁয়া হয়ে যায় চারপাশটা
পরে থাকে শুধু ছাই।
আগুনের স্ফুলিঙ্গ আছে জেনেও ওটাকে অবহেলা করে গেছো
জ্বলতে দিয়েছো ওটা।
তুমি কি আগুন দেখতে পাওনা?
আর ঐ যে ধোঁয়া যেটা কালো হয়ে আকাশের দিকে ছুটে চলেছে
দেখতে পাওনা?
তবে জেনো, আগুন তুমি জ্বালিয়েছো,
হয়তো না জেনে, হয়তো বা জেনে
অবহেলা করেছো আগুনের স্ফুলিঙ্গটাকে
জ্বলতে দিয়েছো
ছাই তো তুমি পাবেই
অপেক্ষা করো………।
অসাধারণ লেখনী সুপ্রিয় কবি, এক কথায় অনবদ্য কবিতা সুধী, কবিতা পাঠ করে মুগ্ধ, শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা নিরন্তর সুপ্রিয় কবি ✍️✍️✍️???