বয়স তখন কতই বা আর
হোক না সবে ছয় কি সাত
মাথার উপর হারিয়েছিলাম
বাবার যে সেই স্নেহের হাত
ছোট্ট আমি অবুঝ ভীষণ
অপেক্ষাতে দিন ও রাত
বাবা কেনো আর ফেরে না
কোথায় যে তার স্নেহের হাত
ইচ্ছে করে সে হাত ধরে
পথ হেঁটে যাই অনেক দূর
কিন্তু বাবা আর ফেরে না
হারিয়ে গেলো স্নেহের ডাক
সবাই বলে তারার দেশে
বাবা আছে খুব সুখে
বাবা কি তবে ভুলেই গেলো
ছোট্ট খুকুর মুখটাকে
ছোট্ট আমি ঘুমের ঘোরে
আজ ও খুঁজি তোমায় রোজ
কোথায় গেলে আবার পাবো
হারিয়ে যাওয়া বাবার খোঁজ