স্নেহের আধার পিতামাতার
নেই যে কেহ তূল্য,
জীবন ভরে সেবা করে
যাবে না শোধ মূল্য।
সন্তান পালন যত্নে লালন
পিতামাতায় করে,
দেখলে হাসি তৃপ্তি রাশি
বুকে তাঁদের ভরে।
পিতামাতা পরম দাতা
স্বর্গের চেয়ে সেরা,
আগলে রাখে সুখটা মাখে
স্নেহে রাখে ঘেরা।
জীবন সুখে দেখলে মুখে
ফোটে খুশির আলো,
দেখলে রোদন বিষন্ন মন
ঘনায় আঁধার কালো।
ব্যস্ত তাঁরা খেটে সারা
জীবন করে মাটি,
পিতামাতা বিপদ ত্রাতা
সোনার চেয়ে খাঁটি।