ভিন্ন সত্বায় মাঝে-মাঝে প্রহেলিকায় আচ্ছন্ন
মানুষ চেনার শতচেষ্টায় দুর্বিসহ প্রাণ
ক্ষমতার ভিড়ে কোণঠাসা জীবন বড়ই নিষ্প্রাণ
মাত্রাধিক লোভের স্বীকারে সময় নেশাচ্ছন্ন।
মাঝে- মাঝে ভিন্নতা জানালার বাইরে
ত্রাহিরবে আমিটাও দুহাত বাড়ায়
অন্ধকার বিন্দু, বিন্দু,বিলাসে রেস্তোরাঁয়
আমিটা নিমগ্ন অনুতাপে, অশ্রাব্য আহারে !
তন্ময় হয়ে দেখি ধ্বংসের ধারাস্রোত
মানবিকতা চারিদিকে জমে আছে নীহারে
ভেঙেছে স্বপন অন্ধতায় ,সীমাহীন তমসে-
ত্রাস জমায় সমাজে সুস্থতার গতিরোধ।