বারান্দায় নামছে অবেলা
পাখি বোঝে না
কিন্তু তার কথা কেউ বুঝে না
বুজতে চায় না
তার অনুবাদ নেই
নেই শব্দ অক্ষর
তাপ উত্তাপ থেকে যায়
নক্ষত্রের পাঠশালায়
বনের শিকড়ে
কেউ বলতে পারে
কেউ পারে না
দুর দাড়িয়ে থাকে
আমি আর আমার অবেলা
বারান্দায় নামছে অবেলা
পাখি বোঝে না
কিন্তু তার কথা কেউ বুঝে না
বুজতে চায় না
তার অনুবাদ নেই
নেই শব্দ অক্ষর
তাপ উত্তাপ থেকে যায়
নক্ষত্রের পাঠশালায়
বনের শিকড়ে
কেউ বলতে পারে
কেউ পারে না
দুর দাড়িয়ে থাকে
আমি আর আমার অবেলা