সোনার থালায় ভাত খাওয়ার যোগ্যতা রাখতে হয়
সোনার থালায় খেতে খেতে তাকে মর্যাদা দিতে হয়
সকলে আবার সেই মর্যাদা বোধ থাকে না
সকলে আবার সোনার থালার গুরুত্বও বোঝেনা।
নিজের গুরুত্ব খালার সাথে জড়িয়ে আছে বুঝতে হয়
থালার গুরুত্ব নিজের সাথে জড়িয়ে আছে বুঝতে হয়
সোনার থালায় খেতে খেতে—-
থালার ওপরেই তোমার ভাগ্য নির্ধারণ হয়
একদিকে ভাগ্য;এক দিকে থালা,থালাই যেন গলার মালা।
বুঝতে হয়—-
সময় থাকতে থাকতে বুঝতে হয়
সময় পেরিয়ে গেলে চরম মূল্য দিতে হয়
শিক্ষা এবং জ্ঞান যেমন একে অপরের পরিপূরক
জীবনও তেমনই মূল্যবান এবং মূল্যহীনতার গুণনীয়ক।
সোনার থালার পর্যবেক্ষণ করতে গেলে
প্রথমে নিজেকে পর্যবেক্ষণ করতে হবে
সোনার থালার অধিকার ভাবতে হলে
সর্বপ্রথম নিজের আত্ম সমীক্ষা করতে হবে।
সোনার ছেলেরা কোনদিন সোনার থালার অপেক্ষায় থাকে না
ফুটো ফাটা থালাতেই সে সোনার থালার তৃপ্তি পায়
তৃপ্তি ও তৃপ্তির মূল্যায়ন নিজের ভেতরেই করতে হয়
তবেই একদিন সোনার ছেলে হওয়া যায় ।
থালাটা সোনার না পিতলের,
থালাটা অ্যালুমিনিয়াম না স্টিলের; তা বড় কথা নয়
বড় কথা হলো —-
থালাটা আজ আমার কাছে আছে এটাই ।
সব থালাই সোনার থালা
সব ছেলেই সোনার ছেলে
সবার ভিতরেই সবকিছু আছে
শুধু গভীরের চোখ দিয়ে খুঁজে পেতে হয়।