ভেজা মাটির সোঁদা গন্ধে ভেসে
পুলক জাগে মনে,
বাদলা শাড়ি ধুলো কাদায় হেসে
ভেজায় জনে জনে।
টাপুর টুপুর নৃত্যের ঢঙে ঝরে
খুকুর টিনের চালে,
দ্রিম দ্রিমা দ্রিম শব্দ করে পড়ে
রিনিক ঝিনিক তালে।
শান্তি পেলো তপ্ত শরীর শেষে
বৃষ্টি জলে নেয়ে,
মাতা ডাকে ভিজে মরবে কেশে
ওগো দুষ্টু মেয়ে ।
ভেজা মাটির সোঁদা গন্ধ ডাকে
আয়রে খেলি তবে,
খেলবে সবে জোড়া সেতুর বাঁকে
হৈহৈ শব্দ রবে।