খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে
বাড়িয়ে দিলাম হাত
আকাশ বললো , নেই
অন্ধকারের জঠর ছিঁড়ে
বেরিয়ে এলাম যেই
দিবস বললো , নেই
নদীও বললো, নেই
পথও বললো , নেই
হঠাৎ দেখি বুকের ভিতর
নকশা কাটা মেঘের ভিতর
তার দু’ডানায় দাঁড়িয়ে আছে
কালো চুলের কে অই !
খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে
বাড়িয়ে দিলাম হাত
আকাশ বললো , নেই
অন্ধকারের জঠর ছিঁড়ে
বেরিয়ে এলাম যেই
দিবস বললো , নেই
নদীও বললো, নেই
পথও বললো , নেই
হঠাৎ দেখি বুকের ভিতর
নকশা কাটা মেঘের ভিতর
তার দু’ডানায় দাঁড়িয়ে আছে
কালো চুলের কে অই !