মানব সেবা চিকিৎসকের
কাছে পরম ধর্ম,
শিক্ষা কালে শপথ সনে
মানেন যে এই কর্ম।
রোগী জনের শুশ্রূষাতে
আত্ম নিয়োগ করে,
সেবা যত্নে সুস্থ হলে
স্বস্তিতে মন ভরে।
গরিব ধনী বাছ বিচার নেই
চিকিৎসকের কাছে,
অসুখ হলে নিরাময়ে
প্রশান্তি যে রাজে।
চিকিৎসক যে ঈশ্বর স্বরূপ
সকল রোগীর মনে,
সেবার কাজে ধৈর্যটা চাই
মিষ্ট কথার সনে।
সেবার কাজে আত্মনিয়োগ
নয়কো টাকার জন্য,
রাখলে মনে তবেই জেনো
চিকিৎসক যে ধন্য।