দীন দরিদ্রের সেবা করো
ভগবানকে পাবে,
এত খাবার নষ্ট করছ
গরিব পেলে খাবে।
সেবা করা পরম ধর্ম
ছোট্ট থেকে শেখো,
চারিদিকে নয়ন মেলে
জগৎটাকে দেখো।
পশু পাখি সবাই কিন্তু
ক্ষিধেতে পায় কষ্ট ,
এত্ত খাবার ড্রেনে ফেলে
কেন করো নষ্ট!
ছোট্ট থেকে গরিব ধনী
ভেদাভেদ যে করো,
এসব চিন্তা ভুলে গিয়ে
স্বচ্ছ ভারত গড়ো।।