এখন ফাগুন
মনে ও বাতাসে আগুন
চারধার জুরে
আকাশে বাতাসে শুধু কানাকানি
ফুলেতে ছেয়েছে চার ধার
সেদিনও ছিল রোববার
নিঃসাড়ে শুয়েছিল সে
পথের ধারে রক্তাক্ত
চোখে তার ফাগুন
মনেতে আগুন
আজো শুয়ে আছে সে
পথের ধারে
আকীর্ণ ফুলের মাঝে
আজো ফাগুন
মনে ও বাতাসে আগুন
শুধু বেলা বয়ে গেছে বহুকাল
হাতে ধরে আছে
সেই চিঠি
গোপন প্রেমিকের সনে
“জীবন তীর্থে চলিতে চলিতে যদি কোনদিন হয় দেখা
তখন কি মনে পড়বে নীল দা আমার এই ভালবাসা?”
কমলার কোয়ার মত
খসে পড়ে
স্মৃতির পাহাড়
এই মুখ অবিকল সেই মুখ?
কে সেই গোপন প্রেমিক?
নদী ছুটে যায় সাগরে
পথ ভুল হ়য়ে যায় বাতাসে
শুধু ফিসফিস করি
আমিই সেই গোপন সুচতুর প্রেমিক।