সেই মেঠো পথ তোমাদের বাড়ি
সেই নদী ধার বৃক্ষের সারি ,
পাশে ধানক্ষেত প্রাচীনের বট
পোড়ো মন্দির যত ভাঙ্গা ঘট ।
পাশাপাশি কিছু আছে কুঁড়েঘর
ছোট ছোট শিশু করে নাকো ডর
ধুলো মাথা গায় হাসি খুশি মুখ
অনাহারে থাকে তবু মনে সুখ ।
উদাসী বাতাস আদিবাসী পাড়া
খালে জাল টানা ছোট মাছ ধরা ,
মাটির উঠোন নিকানো দাওয়া
পুকুরের ঘাট বটের ছাওয়া ।
গরমের কাল গাছ ভরা আম
কাঁঠালের ঘ্রাণ আর কালো জাম ,
বর্ষার জল পথ ভরা কাদা
মাছ ধরা বক হাঁস সাদা সাদা ।
শরৎ আকাশ মেঘেদের ভেলা
শিউলির ঘ্রাণ কাশফুলে মেলা
অঘ্রান মাস ইতুপুজো করা
মাঠজুড়ে দেখি গাঁদা ফুল ভরা ।
পাখি ডাকা ভোর বাবুইয়ের বাসা
সোনা রোদ্দুর শীতে ভারী খাসা ,
কোকিলের ডাক ফাগুনের মাস
আছে উৎসব লেগে বারোমাস ।
গোধূলির বেলা পাখিদের গান
ঘরে ফিরে যাওয়া নিয়ে অভিমান
কোন একদিন যাত্রার বাস
ছোট শিশুদের ভারী উল্লাস ।
মাটি ছুঁয়ে থাকা মানুষের ভিড়
গাছে গাছে দেখি বিহঙ্গ নীড় ।
গৃহবধূদের ঘোমটায় থাকা
সোহাগে আদরে গ্রামখানি ঢাকা।