সূর্যের মতো জ্বলছি
জ্বলে চলেছি প্রতি নিয়ত।
আর আলোকিত করছি সকলকে
যেমন সূর্য করে।
ঝলমলে আকাশ দেখে তুমি খুশি হয়েছো
কখনও কি জানতে চেয়েছো!
সূর্য কেন নিজেকে পুড়িয়ে সবকিছু কে
আলোকিত করছে!
নিজের মধ্যে সুপ্ত থাকা স্বপ্ন, আশা,
হাসি, কান্না, ব্যথা সব অনুভূতি গুলোকে
পুড়িয়ে পৃথিবীকে আলোকিত করে চলেছে।
আর একটু একটু করে নিজের ভিতরে
একটা গহ্বর তৈরি করে নিয়েছে
কৃষ্ণ গহ্বর ……..।
যার সন্ধান কেউ পায়নি।
কেন সূর্যের এই গহ্বর!
ঐ কালো দাগ আসলে কি !
কেউ কি কোনোদিন জানতে পারবে না!