সুন্দরবনের জীবনযাত্রা
হয় রূপকথার মত,
সবাই জানে বাঘ কুমির সাথ
থাকা কঠিন কত।
বিশাল বড় বনভূমি
মাতলা নদী তীরে,
রয়েল বেঙ্গল টাইগার সেথা
বেড়ায় ঘুরে ফিরে।
কুমির চুপে থাকে জলে
বাঘেরা বনে রাজে,
হঠাৎ কখন আসে চলে
লোকালয়ের মাঝে।
সুন্দরী আর গেওয়া হোগলা
ভরা সকল গাছে,
হোগলা পাতা,মধুর আশে
গরিব যায় বন কাছে।
পেটের তরে বনের মাঝে
কাঠ আনতে যায় দলে,
বাঘে ধরলে মৃত্যু জানে
তবু তারা চলে।
মাছ আর কাঁকড়া ধরেই তাদের
জীবন যাপন সংগ্ৰাম,
রূপকথার দেশের মতই
সুন্দরবনের ধাম।