দামী মশলার টোপে আহা কী সুগন্ধ!
বর্ষা এলেই, দামী মশলার টোপ নিয়ে
কাড়াকাড়ি করে বোকা মাছের দল!
বড়শিতে টোপ গেঁথে সার সার
বসে যায় মৎস শিকারিরদল!
এক একজনের টোপে এক এক
রকমের মশলা!
প্রতিবার নির্বাচনে প্রতিশ্রুতির টোপে
ভুলে যাওয়া বোকা ভোটারদের মতো,
ক্ষুধার্ত মাছেরা বারে বারে
টোপ গিলে এক-ই ভুল করে!
বড়শি গেলা রক্তাক্ত মাছেরা কতবার
বিক্রি হয় কত হাত ঘুরে!
মাছের তেলে মাছ ভাজে
রাজার কোটিপতি ভগ্নিপতিরদল!
মহাআনন্দে পাড়ি দেয় বিদেশে!
রাজা আসেন, রাজা যান,
হা-ভাতেরা চিরকালই হাভাতে থেকে যায়,
তাদের জীবনে বর্ষা আসে,বসন্ত আসে না!