সব সুখ হয়ে গেছে চুরি
যত কিছু সুখ ছিলো মনে,
ভেবেছি বড়োরা কতো সুখী
বড়ো হবো এ বাসনা ছিলো শিশু মনে।
বড়োরা তো কতো কিছু করে
কেউ কিছু বলেনা তাদের,
খেলাধুলা সারাবেলা ছোটদের দোষ
কতো বকা খেয়েছি সে দিনে।
তাই বড়ো হবো এই সাধ
প্রহর কাটাবো গুণে গুণে,
আজ ভাবি হারানো সকাল
আজ যদি ফিরি সেই দিনে।
দায় কিছু ছিলো না তখন
বোঝা কিছু ছিলো নাকো কাঁধে,
বড়োদের শাসনই দেখেছি
বুঝিনিকো বড়োরাই কাঁদে।
পড়াশোনা খেলাধুলা সবই করা চাই
এই ছিলো বড়োদের মন,
কতো সাবধানে রেখে দিতো
সুন্দর ছিলো সে জীবন।
সুখ স্মৃতি যতো কিছু আছে
সবই সেই ছেলে বেলাকার,
বড়ো হয়ে গেছি যবে থেকে
হারানো সকাল খুঁজি বারবার।
বড়ো হয়ে সুখ জানিনা কি
সুখ ধরা শৈশবে দেয়,
বড়োদের সুখ কিছু নাই
সুখ বড়ো বয়সে হারায়।
ছোটরাই যেন ভালো থাকে
বড়োদের চিন্তা সেটাই,
ছোটরা বড়ো ভালো হবে
বড়োদের সুখ হলো তাই।।