বিধির বিধান এটাই মানি
কেউ হেথা না রবে,
বিদায় ঘন্টা বাজলে পরে
যেতে হবে সবে।
চলবে না আর জীবন তরী
উড়বে যে প্রান পাখি,
নশ্বর কায়া রইবে পড়ে
বন্ধ হবে আঁখি।
জন্ম মৃত্যু নিয়ে পৃথ্বী
কেউ কারো না জানি,
তবু আমার আমার করে
মায়ার ঘানি টানি।
আসা যাওয়া ভবের মাঝে
ভালো মন্দ ফলে,
কর্ম যত করবে ভালো
শান্তি হৃদয় তলে।
ভগবানে মতি রেখে
চললে সহজ পথে,
শেষের সেদিন প্রভুর কাছে
যাবে সুখের রথে।