শাক্য বংশ পরিবারে নেপালের লুম্বিনী শহরে
শাল গাছ তলে মায়ের কোল জুড়ে
তুমি এ’ধরায় যেই এলে,
গেল মা দূরে চলে।
জন্মের ঠিক সাতদিন পরে
যমরাজ টেনে নিল মাকে দূরে
হারালে মাকে জীবনে
সিদ্ধার্থ নাম হল নামকরণে।
বিমাতা গৌতমীর লালনে পালনে
ঘুরে ঘুরে দেখলে মানব জীবনে
ঊনত্রিশ বছর বয়সে বের হলে ভ্রমণে
বার্ধক্য জরা ও মৃত্যু দেখে বিষাদগ্রস্ত মনে।
এলো সংসারের প্রতি বীতরাগ
রাত্রেই নিঃশব্দে করলে পরিবার ত্যাগ
প্রাসাদ থেকে বেড়িয়ে এসে বনে
মুন্ডিত মস্তকে সাজলে গেরুয়া বসনে।
অশ্বত্থ তলে পূর্ণিমায় বসলে ধ্যানে
তৃপ্তি পেলে সুজাতার পায়েস দানে।
লাভ করলে বোধি জ্ঞান
সেই থেকেই বুদ্ধ হলো তোমার নাম।