রক্তিম রাগে বনসুন্দরীর সাজ
শিমুল পলাশ অশোক করে রাজ।
ফাগুন আগুন ডালে ডালে আজ
ঘোমটা মাথায় সিঁদুর রাঙা লাজ ।
প্রজাপতি পাখনা মেলে ধায়
গুঞ্জরনে গুন গুন সুরে গায়।
ফাগ আবিরে মাতবে রঙে রঙ
গুলাল রঙে সেজে কত ঢঙ ।
মলয় বাতাস ধেয়ে আসে হায়
সৌরভ সাথে বয়ে নিয়ে বায়।
কুহু কুহু কোকিলের ডাক রয়
রাধাকৃষ্ণের প্রেমের লীলার জয় ।
বসন্ত তোর ফাগন আগুন চাল
ফাগ গুলালে রঙে কাটবে কাল।
গাইছে দোয়েল ফাগুন প্রেমের সুর
অলি ছোটে মধুর লোভে দূর।