উত্তর চব্বিশ পরগনার নৈহাটি শহরের কাছে
কাঁঠাল পাড়া গ্রাম,
২৬শে জুন, ১৮৩৮ জন্মেছিলেন সাহিত্য সম্রাট,
বঙ্কিমচন্দ্র নাম ।
বাংলা গদ্য ও উপন্যাসে যাঁর অসীম অবদান
তিনিই রচিলেন ভারতের জাতীয় স্তোত্র “বন্দেমাতরম” ।
ব্রিটিশ রাজের কর্মকর্তা ডেপুটি ম্যাজিস্ট্রেট
আধুনিক ঔপন্যাসিক তিনি
সার্থক উপন্যাস দূর্গেশ নন্দিনী ।
লিখেছিলেন বিষবৃক্ষ মৃণালিনী
এছাড়াও কপালকুন্ডলা রাজসিংহ রাধারানী ।
যিনি ছিলেন গীতার ব্যাখ্যাদাতা, সাহিত্য সমালোচক
“বঙ্গদর্শন”এর প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ।
কমলাকান্ত ছদ্মনামে রচেছেন কত রচনা
বাংলা উপন্যাসে নেই তার তুলনা ।
সঙ্গীত শিখেছিলেন গুরু যদুভট্টের কাছে
কালজয়ী উপন্যাস “আনন্দমঠ”
আরো কত লেখা আছে !
সর্বপ্রথম লিখেছিলেন রাজমোহন’স ওয়াইফ
সর্বশেষ সীতারাম
নবজাগরণের অন্যতম পুরুষ বঙ্কিমচন্দ্র নাম ।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক তিনি
জাতীয়তাবাদের উদ্গাতা প্রাবন্ধিক সাংবাদিক,
তোমার চরণে প্রণমি ।