ধরো,সারাটা জীবন হাসি গল্পে, রাগ অভিমানে,সুখে দুঃখে কাটিয়ে দেবার পর একদিন হারিয়ে গেলাম নিরুদ্দেশে অজানা পথে!
তুমি কি তখন আমায় নেবে চিনে বসন্তে পলাশের আগুন ঝরা দিনে!
খসে যাওয়া পাতাদের শব্দে!
স্মৃতিরা তখন অক্টোপাসের মতো তোমায় জড়িয়ে ধরবে!
তুমি যত বেশি করে আমায় ভুলতে চাইবে,
তত বেশি করে আমি তোমাতে দ্রবীভূত হয়ে যাবো।
অন্তঃসলীলা হয়ে বইবো তোমার ভিতরে!
মনে পড়ে যাবে তোমার বাগানে ফুটে থাকা সূর্যমুখী ফুলের চুপকথার গল্প!
আকাশের বুকে ভেসে থাকা নীল মেঘ কিংবা তোমার নরম মনের ভিতর গান গাইতে থাকা তিরি পাখির রূপকথা!
তখন তুমি আমায় অভ্যাসে নাই বা রাখলে মনে,
মনে রেখো সারাটা দিনের কাজের অবসরে!
তুমি আমায় ভালো নাই বা বাসলে,
তোমার ভালোলাগাতে রেখো।
তোমার কবিতার ছন্দে আমায় নাই বা রাখলে ,
চঞ্চল ঝর্ণার হাসিতে রেখো।
তোমার সৃষ্টিতে নাই বা এলাম!
তোমার কল্পনায় আমায় বসিয়ে রেখো।
তোমার সাথে কথা নাই বা হলো,
মনে মনে না হয় অনেক কথা বলো।
এমন করেই আজীবন, সারাটাজীবন তুমি আমি একই সঙ্গে থেকে যাবো।