কবি নজরুল বাংলার ফুল
কত কিছু গেলে লেখে,
সাম্যের বাণী ছড়ালে যে জানি
মুগ্ধ সকলে দেখে।
তুমি নজরুল নাই কোন তুল
লিখলে কত না গীতি,
অসহায় তরে চোখ ওঠে ভরে
হৃদয়ে অপার প্রীতি।
কাজী নজরুল তুমি বুলবুল
জাগরণী সব গানে,
চেতনার সুরে আছো হৃদি জুড়ে
তোমার কাব্য তানে।
বিদ্রোহী কবি কোমলতা ছবি
মানব প্রেমিক তুমি,
চেতনে মননে শ্রদ্ধার সনে
তোমার চরণ চুমি।
বীর সৈনিক ছিলে নির্ভীক
ধন্য দেশের ভূমি,
বিশ্ব মাঝারে কাব্য বাহারে
শাশ্বত রবে তুমি।