মানুষ কখনও দেখেছে ভেবে
মনুষ্যত্ব হারিয়ে কেন সে এভাবে
অমানুষ বলে বিবেচিত হয়েছে
আজকের এই শিক্ষিত সমাজে?
মানুষ যদি কখনো একবার
অন্যের দোষ খুঁজে পায়
দোষীর দোষ নিয়েই তারা
সারাদিন সমালোচনা করে যায়।
এভাবেই কি তারা সমাজে
আজ অবহেলিত নয়?
এই পৃথিবীতে সবাই কি
শুদ্ধ নির্ভুল হয়?
যদি কখনো কারো
দোষ দেখতে পাও
সম্ভব হলে গোপনে
তাকে শুধরে দাও।
সবার হৃদয়ে আছে অনুভুতি
আছে বিবেক আছে চেতনা
মানুষ হয়ে দিনরাত
দোষীকে গালি দিও না।
গালি শুনতে শুনতে
তারা চুপ থাকবে না
আরো নিষ্ঠুর হবে
বাড়বে দানবীয় তার ভাবনা।
কে জানে যদি তারা
পায় একটু ভালবাসা
সমাজ যদি পারে মেটাতে
প্রয়োজনীয় তাদের আশা।
তবে নিশ্চয় একদিন
অমানুষের দ্বারাই হবে
সকল অনাচার থেকে দেশ উদ্ধার।
আমরা অপেক্ষায় থাকি
কবে সুদিন আসবে
দেখব আবার কোন নতুন অবতার।