একটা চারা বীজ যখন বড় হয়
কখন সে গাছ হয়
আমরা খেয়াল রাখিনা।
চোখের অলক্ষে তেমনি একদিন
আমার মেয়েটিও বড়ো হয়ে গেল !
আমার হাতের মুঠোর ভেতর হাত ছিল এতদিন
কখন জানি না ওর হাতের মুঠোয়
আমার হাত আজ এক নিরাপদ আশ্রয়।
সময়ের স্রোতে অনেক কিছুই পাল্টে যায়
ধরে চলতে শিখতে হয় ,নাহলে পিছলে পড়ার ভয়…
কোথাও বেরোলে এতদিন বলতাম সাবধানে যাস, সাবধানে থাকিস খুকি,
এখন আমি কোথাও বেরোলে
দূর বিভুঁই থেকে
মুঠোফোনে মেসেজ ভেসে আসে
সাবধানে থেকো
সাবধানে যেও বাবা !