আমি এক সামান্যা নারী,
নই রূপবতী , নই গুণবতী ,
নই অনন্যা |
নই রম্ভা , নই উর্বশী ,
আমি এক সামান্যা নারী |
আছে শুধু আমার গভীর প্রণয় ,
রেখেছি গভীরে , অতলে |
এসো হে প্রেম ফিরে যাচি আজ ,
করব সোহাগ যতনে |
আলুলায়িত কেশভার শিহরিত হোক ,
তোমার অঙ্গুলি সিঞ্চনে |
তোমার তীব্র নেশাতুর চাহনি ,
বিদীর্ণ করুক হৃদয় |
তোমার নিঃশ্বাসের উষ্ণতা মেখে ,
অগ্নিস্নাত হই |
তোমার উষ্ণ ঠোঁটের পরশে ,
বিগলিত হোক আমার শরীর মন |
তোমার উষ্ণতায় উষ্ণ হব আমি ,
ধীরে ধীরে প্রস্ফুটিত হবে ,
আমাদের গভীর প্রণয় ,
পাবে পূর্ণতা ,
আমি সামান্যা থেকে হয়ে উঠব ,
অসামান্যা এক নারী ,
তোমার প্রেমিকা ~
তোমার সাধিকা ||