রামধনুর রঙিন আশীর্বাদে ধন্য উজ্জ্বল যাত্রাপথে
পথিকের ভাবলেশহীন আনন আমাকেও জাগায় !
এমন জাগরণে ঝলমলে পথখানি
কানাগলির দুঃখ ছেড়ে রাজপথেতে পা বাড়ায় ।
তেমন দিশায় আবার যেন পাই উৎসবের
খোলামেলা দুয়ার,
তেমন ঘরে প্রবেশাধিকার পেয়ে আমিও হলাম
আশিষপুষ্ট বিপন্ন সম্মানিত!
জোয়ারে-জোয়ারে থৈ থৈ থৈ সাগরে এরপর
উল্লাসের তাবড় আস্বাদনে আমিও হই শাণিত !
সুখের ক্রোড়ে দোলাদুনিতে অসুখের চোখের কোণে
ভীড় করে যাবতীয় ঘুম,
ঘুমিয়ে পড়ুক ঘূর্ণি সময় ,
ঘুমাক এবার পশুর খিদে
ঘুমের মাঝে হারাক জান্তব-জয় ।
রামধনুর সাত রঙায় আলোকছটায় আমি-ই
তখন পাই খুঁজে আমার মানুষকে-মনুষ্যত্বের ধূম!