Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সাত দেবকন্যা || Purabi Dutta

সাত দেবকন্যা || Purabi Dutta

সাত দেবকন্যা (সাহিত্যরসে আকাশ-বিজ্ঞান ও পুরাণ)

এক রাশ বিস্ময় নিয়ে অপেক্ষা করে আছি। উত্তর  পাই নি, আজও। তাহলে জবাব বিনা অনুমান এক সান্ত্বনা  এক নির্জন কারণ । চোখকে ছলনা অবিশ্বাস  — না, তা কখনও নয়, হ্যাঁ সত্যিই, এমনই  এক বিস্ময়, গত শতাব্দীর পঞ্চাশের মাঝ উত্তীর্ণ সময়। মধ্য রাত্রি ছুই ছুই , ছবি– এক বারান্দা— এখন জানি,  ওরা সাত সহোদরা। কৃষ্ণ পক্ষ হয়ত হেমন্ত  ঋতু মেঘশূন্য অসংখ্য  চুমকি ছোট বড়  সেথা নয় শহর — তাই বিজলি আলো বিনা রাত ঘন নীল লোহিত  আমার আকাশ। উত্তর –পশ্চিম  কোনে ঝকমক ঝকমক , একটা  চুমকি চাবি ! হ্যাঁ, নক্ষত্র  সমষ্টি “সেভেন সিস্টার”। সে ত পরে জ্ঞাত, অনেক রাতের পরে । একটি তারা  হঠাৎই  ঝরে ঝরে ঝরে চাবির ভেতরেই  হারিয়ে গেল। বড় দ্রুত ঝকমক  রুমঝুম মস্ত ফিরোজা নীল,বড়ো  হতে হতে হতে  টুপ করে নিভে গেল। নেই, নেই, আর নেই, কোনদিন নেই। পরে ধীরে  জানলাম, “দলবদ্ধ তারা” “cluster of seven sisters” আছে  বর্তমান, “Milky Way   galaxy” তে, ঘিরে তার আশে পাশে রাশিকৃত “Nebula”– বাংলা নীহারিকা। খুঁজে চলেছি, সে কি সৌভাগ্য  দেখা ! “Seven Sister” এক পাশে একা ঝরে পড়েছিল কি এক “সুপারনোভা”! জানা  নেই, সত্য আছে ঘিরে শুধু— দৈব স্মৃতিকণা।

A— Pleiades is a bright cluster of star with several Nebula and part of the constellation, Taurus( বৃষ), in “Milky Way “galaxy, (150,000, 200,000 light years in across). Pleides is near about 450 light years from earth.

B—The Solar System (and Earth) is located about 25,000 light-years from the Centre of Milky Way and  and 25,000 light-years away from the corresponding spiral rim.

C— Supernova is the natural beautiful luminous event of steller explosion , Walter Baade and Fritz Zwicky in 1929.

D– The most recent directly observed supernova in the Milky Way was Kepler’s Supernova in 1604, but the remnants of more recent supernovae have been found. Observations of supernovae in other galaxies suggest they occur in the Milky Way on average about three times every century. These supernovae would almost certainly be observable with modern astronomical telescopes.

The most recent naked-eye supernova was SN 1987A, the explosion of a blue supergiant star in the Large Magellanic Cloud, a satellite of the Milky Way.

E— A story of seven sisters— daughters of God Atlas and Goddess , Pleione, in Greek Mythology—– Pleiades is Greek word, meaning “Doves”. Once hunter Orion fell in love  with Pleione and her seven daughters, simultaneously, and chased after them. Several years after, Zeus intervened, and transformed the women into doves so that they flew into the sky.

দেবতা “অ্যাটলাস” ( Atlas)এর সময় কোথায়, ঘাঁড়ে গোটা বিশ্ব ধরে রাখার বিশাল দায়িত্ব। এক ঘাঁড় থেকে আর এক ঘাঁড়ে সর্বক্ষণ। সহধর্মিনী  “প্লেয়ওন”(Pleione)  মহা যত্নে বড়ো করছিলেন সাত কন্যাদের। ক্রমে সাতকন্যা অসাধারণ ,  না চোখ ফেরানো সুন্দরী হয়ে উঠলেন। এমনই  কাহিনী গ্রীক মাইথোলজিতে বিবৃত। কন্যারা সকলেই পাত্রস্থ হলেন অমর দেবতাদের সাথে শুধু। কিন্তু”মেরোপা” (Merope) পছন্দ  করলেন মর্তের মরণশীল এক পুরুষ কে। এরপর হলো এক ঝামেলা, শিকারী কালপুরুষ(Orion) এর নজর পড়ল  মা ও তার ঐ সুন্দরী  মেয়েদের উপর। অবশেষে, দেবতা Zeus এর কৃপা  করে তাদের পারাবত পাখি করে আকাশে পাঠিয়ে দেন।

Names of seven sisters in the  picture
1– Aloyone, 2–Merope, 3–Eleotra.
4–Maia,5–Calaeno 6–Taygeta
7– Asterope
8–Pleione—mother , 9–Atlas—father

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *