তুমি যখন ছিলে সবকিছু ছিলো সহজ সাবলীল
সব ঝঞ্ঝাট থেকে আমাকে তো আগলে রেখেছিলে নীল
কিন্তু তারপর! খুব তো বলতে,সব ঠিক হয়ে যাবে
তোমার ভাবনার নেই কিছু সব গোছানোই পাবে,
আরে,আমি তো আছি তোমার পাশে সারাজীবন
কোথায় নীল? কোথায় গেলে তোমাকে পাবো এখন?
দিব্যি ভালো মানুষ! কিযে হলো আচমকা সেদিন!
ভাবলেই চোখে আঁধার,বুকে বিষাদ বাজায় বীণ
কিচ্ছুটি করার সময় পেলাম না ,চলে গেলে!
হতভম্ব,স্তব্ধ নির্বাক অসহায় নিরুপায় আমাকে ফেলে!
সহজ হতে বললো সবাই, আচ্ছা, সহজ হওয়া কি যায়?
এতোগুলো দিন মাস বছরের সাথী নিমেষে চলে গেলো!
আর,আমি কিনা সহজ স্বাভাবিক হবো সংসারের দিকে চেয়ে !
সহজ ভাবলেই কি সহজ হয় ? মনে প্রশ্নেরা আসে ধেয়ে।
এতোকাল তুমিই তো জুড়ে ছিলেন আমার মনের আকাশ
আজ আমার ভাবনারা তালগোল, হাঁসফাঁস রুদ্ধশ্বাস
তোমার এমনতরো চলে যাওয়াতে আমি দিশেহারা
পাগল পাগল মনখানা গো অসীম শূন্যতায় ছন্নছাড়া
অথচ,তোমার পরিজনেরা সেকথা বুঝেও বুঝতে চায়না
নিরন্তর সান্ত্বনা বাক্য ,ওদের করুণ মুখ,আর সয়না
যা হয়ে গেছে তাতে কারো হাত নেই ,সব বিধির লেখা
আমি তো জানি গো,তবুও চোখের কোলে অশ্রুরেখা
পাড়া- পড়শীও বলে,যা হলো ,কি করা,তবু সহজ হও
দুঃখে ,অভিমানে বুক ফাটে, ফাটবে না? তুমিই কও?
সহজ ভাবলেই সবকিছু আগের মতন সহজ হয়না
কিন্তু, তোমার আমার সন্তানের অসহায় চাউনিও সয়না
,নিজের ভেতরের তুফান সামলাতে আপ্রাণ প্রয়াস
দহনের তীব্র কষ্টকে চেপে সবাইকে দেই আশ্বাস
ভাবিসনি, কাঁদিস নে,আমি তো আছি ,আমি তো আছি।
এমনটা বলাও ঠিক ততোটা সহজ নয়,তবু যদ্দিন বাঁচি-