বাবা আমাদের ছিল কংগ্রেস ,
কয়েকবছর আগেই, হয়ে গেছে শেষ ।
আমি হলাম জমি হারা ,
কাস্তে – হাতুড়ি – তারা ।
ভাইটা আমার হতচ্ছাড়া ,
ঘাসফুলে দিশেহারা ।
কাটমানি খেয়ে, খেয়ে ,
একশো দিনের টাকা পেয়ে ,
রাজস্থান থেকে মার্বেল আনিয়ে ,
তিন – তিনটে বাড়ি, ফেলেছে বানিয়ে ।
বড়োলোক হয়েছে, বেড়েছে দেমাক তার ।
আমরা বলি কুলাঙ্গার ।
কিন্তু ওই দিয়েছে প্রমান, দূরদর্শিতার ।
সর্বদলীয় বৈঠক এখন, বসে মোদের ঘরে ।
গুছানো ঘর লন্ডভন্ড, যুক্তি – তর্কের ঝড়ে ।