পরিবর্তনের মাঝে যে দেখি
জন জীবনের মহারণ,
ভালো হবে ভেবেই মানুষ
ভোটে চায় পরিবর্তন।
রাজায় রাজায় যুদ্ধ করে
উলু খাগড়া মরে,
মিথ্যা আশ্বাসনে চলে জীবন
ফাঁকিতে জীবন ভরে।
আখের গোছায় নেতা গণে
জনতা বুদ্ধ বনে,
রক্তক্ষয় হানাহানি চাতুর্য মাঝে
নিষ্পেশিত হয় জনে।
বাজারে আগুন লেগেই আছে
হেলদোল নেই কোনো,
রাজনীতির বাজারে শুধুই ধাপ্পাবাজি
ভোট শুধু গোনো।
মহারণ চলে. সর্ব স্তরে
কাজের নামে কাজী,
স্বার্থ ফুরোলে দেখবে তুমি
কেমন সব পাজি।
উন্নয়নের নামে বৃক্ষকর্তন চলে
গাছপালা ধ্বংস করে,
নগরায়নের নামে অট্টালিকার বাহার
শহর জুড়ে ভরে।
সর্বত্র চলছে টাকার খেলা
লুটেপুটে নিচ্ছে সবে,
পরিবর্তনের দোহাই গ্রামে গঞ্জে
মহারণ চলছে ভবে।