জীবন,
কঠিন সংগ্রামে পোড়খাওয়া এক রক্তাক্ত আলেখ্য
কিংবা না চাওয়ার মাঝে ভিড় করে আসা
একগুচ্ছ ঐশ্বর্যের অব্যক্ত সংলাপ…..
তোমার সম্পদ,সে তো তোমারই…..
সময়ের মূল্যে জড়ো হয়ে আসা
বিন্দুবিন্দু ঘামের বিনিময়;
হৃদয় নিড়ানো বিশুদ্ধ রক্তের রাজতিলক
জানি,
সময় কখনো থেমে থাকেনা,কারো জন্যে
ঠিক যেমন করে,
জোয়ারের অভিমুখ বিবর্তিত হয়,প্রকৃতির নিয়মে
তুমি মানুষ,
দার্শনিকচেতনায় বেড়ে ওঠা এক,মূর্তপ্রতীক
তোমার চলার পথের প্রতিটি মুহূর্ত বোঝে,
সময়ের কড়াগণ্ডার দ্ব্যর্থহীন ভাষা…..
চেয়ে দ্যাখো,
সূর্যের উদয় ও অস্তের ঠিকানা,
জোয়ার-ভাটার মুহূর্ত অথবা পাতাঝরার কান্না;
হিসেবের খাতায় দস্তখত করে,সবকিছুই…..
জীবনের অস্তিত্ব টিকে থাকে,
শৃঙ্খলতার বৈদেহিক ছায়ায়,নিজেকে সঁপে দিয়ে।