জীবনের যত কাজ সাঙ্গ করবো আজ…
সময় তো আর নেই বেশী ।
মনের এই কলতান মুহূর্তের কৃপণ দান
জীবন যে আরও প্রত্যাশী ।
নবীন রবির কর প্রভাতে আলোর ঝড়
ধীরে ধীরে যায় মধ্যদিনে ,
দিনমান নড়েচড়ে পশ্চিমে হেলে পড়ে
অপরাহ্ন যায় অবসানে ।
গোধূলির রঙের ছটা আঁধারের ঘনঘটা
জ্বালায় সাঁঝের দীপশিখা ,
রাতের এই অন্ধকার করে যেন অঙ্গীকার
টেনে দেয় গভীর যবনিকা ।
নিশার কালিমা ছায় সময় যে বয়ে যায়
ধরে তাকে যায় নাকো রাখা…
নিদ্রার আবেশে ঢলে যায় সে তিমির তলে
এ যে সময়ের অদেখা রেখা ।
এ বিশ্ব চরাচর ধরা হতে ওই অম্বর
কালের কাছে দেয় যে ধরা ,
সমাপ্তির দোলায় দুলে ধীরে ধীরে অস্তাচলে
জীবনের সকল ওঠা-পড়া ।