(এক)
এই লেখা লিখে যাওয়া
শুধু তোর জন্যই,তোর
আমার নিশীথ রাত্রির
শুধু তোর জন্যই ভোর
তোর কপালেই আমার
সারা জীবনটা গড়াল
তোর প্রেমই আমার
পোড়া কপালটা পোড়াল
তবুও স্বপ্নে তোকে রোজই
তন্ন তন্ন করে আমি খুঁজি ।
(দুই)
মেঘ থেকে আনি পেড়ে
নিরিবিলি নিথর বৃষ্টি
তোর চোখে ঢেলে দিই
আমার চোখের দৃষ্টি
আমাদের যত কথা, যত
ব্যথা,ইশারায় ছড়ানো
আমাদের গল্পগাথা যত
সবই স্মৃতিতে জড়ানো
জানালা রেখে দিই খুলে
তবুও,ধন্দে, মনের ভুলে ।