সম্পর্কের মাঝে দানা বেঁধেছে অবিশ্বাস
স্বার্থের সংঘাতে ভঙ্গুর সম্পর্ক,
তবুও একপেশে বেঁচে থাকার লড়াই
সম্পর্কের মাঝে ইগো।
বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আজ সম্পর্ক
ইলিস্টিসিটি ক্রমশই ক্ষীণ থেকে ক্ষীণতর,
সম্পর্কের বাঁধন আজ গৌণ
ইগোটাই আসলে প্রাধান্য।
তেলে চুল থাকে তাজা
জলেতে চুন থাকে তাজা,
সম্পর্কের গাঁথনিতে নোনাধরা ইঁট!
খসে পড়তেই পারে পলেস্তারা।
অতিরঞ্জিত বাক্যালাপ আর কটু ভাষণ
সম্পর্কের মাঝে টানাপোড়েন,
সিমেন্ট বালির অপর্যাপ্ত মিশ্রণ
ফাঁটল এড়াতে আজ অক্ষম।
মরচে ধরা টিএমটি আর ঘুন ধরা কাঠ
কুড়ে কুড়ে খাচ্ছে সম্পর্ক,
সম্পর্কের মাঝে ভালোবাসা অন্তর্হিত
শুধুই আছে যে সম্পর্কের ইগো।।