পাড়ে এসে আছড়ে পড়ে ঢেউ
দূর থেকে শুনি সমুদ্রের ডাক আর কাছে এলে
ভেসে আসে জল নূপুরের শব্দ
এরকম এক বসন্ত মুখর শেষ বিকেলে
সমুদ্রের মুখোমুখি দাঁড়াতেই উত্তাল জলে
কেঁপে কেঁপে ওঠা আলো-আঁধারী মায়ায়
এক অদ্ভুত রহস্য ঘিরে ধরে
যেন কেমন এক অচেনা ভয় ক্রমশ গ্ৰাস করে
তখন বুকের ভাঙচুর শব্দ ও শব্দময়তাগুলো
চোখে চোখ রাখে, মাথায় এসে ভিড় করে
যাপনের যত স্মরণ অতীত মুহূর্ত
দেখতে দেখতে জোনাক জ্বলা সন্ধ্যার আঁধার
ছুটে এসে ছড়িয়ে পড়ে চারপাশে
ছড়িয়ে পড়ে উড়তে উড়তে আসা
নিরীহ হাওয়ার রোমাঞ্চ স্পর্শ
এরকম এক অপূর্ব সুন্দর দৃশ্য দেখার কাছে
কিছু আন্তরিক নিবিড় চাওয়া এসে সামনে দাঁড়াতেই
এই দেখা আর চাওয়ার মাঝখানে
যেই মাথা তুলেছে অপেক্ষা
অমনি মন বলে ওঠেছে
ওকে দাও সযত্ন সান্নিধ্য, দাও প্রেমিক সময়
সবুরে ফুটে উঠবে জীবনে উৎসারিত আলোর উদ্ভাস
সমুদ্র যাপনের পাশে জীবন যাপন মিলিয়ে
দেখি,ঘরের চেয়ে সমুদ্রই বেশী টানে কাছে ।