আমরাই হারাবো
আমরাই জেতাবো
আমরাই থামাবো
আমরাই নামাবো
আমরাই ভাঙবো
আমরাই গড়বো
আমরাই তোমার চেয়ার ছুড়ে ফেলে দেবো।
আমরাই তোমায় চষতে দেবো
আমরাই তোমায় বসতে দেব
আমরাই দেব খেতে
আমরাই দেব যেতে
আমরাই দেব হাসতে
আমরাই দেবো বাঁচতে।
আমরাই তোমার কলঙ্ক ছিটাবো
আমরাই তোমার কলঙ্ক মিটাবো
আমরা তোমায় ইতিহাস বানাবো
আমরা তোমার পরিহাস ঘনাবো।
আমরা সাধারণ, আমরা নাগরিক অতি সাধারণ
আমরা সচেতন; আমরাই নবজাগরণ
আমরা তোমার ধুলায় লুটাবো
আমরা তোমার সূচনা রটাবো
আমরা তোমার সমাপন ঘটাবো।