চাঁদোয়ার তলে পূজ্য পুজক
আপন রঙে রাঙানো আসনে
প্রদীপ ধূপগন্ধী পোড়ে সমভাবে
উৎসর্গ একই নিবেদনে।
মন্ত্রোচ্চারণ আদবে শাস্ত্রীয় বিধানে
রাজতিলক মাথায় তোমার গলে রুদ্রাক্ষ স্বর্ণতারে
আমি ভিখিরি পূজি তোমাকে শতছিন্ন বসনে।
চাঁদোয়ার তলে পূজ্য পুজক
আপন রঙে রাঙানো আসনে
প্রদীপ ধূপগন্ধী পোড়ে সমভাবে
উৎসর্গ একই নিবেদনে।
মন্ত্রোচ্চারণ আদবে শাস্ত্রীয় বিধানে
রাজতিলক মাথায় তোমার গলে রুদ্রাক্ষ স্বর্ণতারে
আমি ভিখিরি পূজি তোমাকে শতছিন্ন বসনে।