সময় ।।
সময়ে সময় চিনতে অনেকেরই ভুল হয়
অসময়ে চিনে নেয় সবাই ঠিকঠাক
আমিও চিনতে পারিনি আমার
জন্ম ও জীবনের নির্বেদ সময়
আর রক্তের দাগ…
এরকম ভাবতে ভাবতে পুড়ে যাচ্ছে আদিম শরীর
পুড়ে যাচ্ছে স্বপ্ন ও স্বপ্নময় গাছপালা
বুকের নদীতে টলটল করছে
সেই আগুনের গনগনে ছায়া
মুখর শব্দ ও শব্দময়তাও ছিল
শব্দের আকুলতা চেনা ছিলনা
সময়ে তাই জেগে ওঠেনি শব্দ জাগরন ।
অসময় ।।
জীবনের সব অবরুদ্ধতা ভেঙে
আমি ঢুকে পড়েছি আর এক জীবনের ভেতর
ভালোবাসা আর ভালো বাসার দ্বন্দ্বে
ছিঁড়ে ফেলেছি নিবিড় সব বন্ধন
আর নয়, সততার ভাণ করে করে
কেটেছে দীর্ঘ সময়…
এখন এই অসময়ে আমি আর
মুখোশ পড়ে মিছিলে যেতে পারিনা ।
তবুও পৃথিবী জুড়ে আজ কত কোলাহল
অসময়ের শ্বাসরুদ্ধ উঠছে জেগে ।