জীবন যেন সময় স্রোতে
খাচ্ছে হাবু ডুবু,
আগে পিছে গোলক ধাঁধা
হঁশটা নেই কো তবু।
স্বল্প ক্ষণের জীবন মেয়াদ
নিয়ে আসা ভবে,
সময় থাকতে লাগলে কাজে
তবেই সুখে রবে।
মানুষ সবাই ব্যস্ত এখন
যেন রেসের ঘোড়া,
সময়টাকে ধরবে বলে
যত তাড়া হুড়া।
সময়টাকে দামী জেনে
মূল্য দেবে যারা,
পরিশ্রমের ফসল লাভে
সুখ যে পাবে তারা।
সময় স্রোতে তাল মিলিয়ে
চলেন জ্ঞানী জনে,
তাঁদের পথটা ধরে চলো
বোধের পরশ সনে।