কেউ সময় দেবে না
সময় তোমাকে খুঁজে নিতে হবে,
কেউ বলবে সময়ের অপচয়
সেটাই কারোর সময় সঞ্চয়,
স্টেশনের বুকে বড়ো ঘড়িটা-
আজও ঠিকঠাক সময় দিয়ে যায় নিষ্প্রাণ অবয়বে,
প্রাণের হঠাৎ সময় ফুরিয়ে যায়;
যখন জীবনটাই যায় থমকে।
জন্মের সময় পৃথিবীতে আসার তাড়া-
হসপিটালের মুখ দেখতে দেয় না সদ্যজাতকে,
বিয়ের ফুল ফুটলে পরে কার জন্য কার অপেক্ষা বলো!
স্কুল কলেজ আর অফিসের লাগাম কিন্তু সময়ের হাতে ধরা,
বখাটে আর ফাঁকিবাজ দের সময় কব্জা করতে পারেনি কখনও,
এটা সত্য হোক বা মিথ্যা,
কেউ মানুক বা না মানুক গড্ডালিকা প্রবাহে-
সময়ও এভাবেও বয়ে যেতে পারে।
স্বপ্ন দেখা মানুষজনের অসময়ই সময়,
অলস মস্তিস্কে সময় কোন প্রভাবই ফেলে না!
নদীর স্রোতের ন্যায় সময়ের বয়ে যাওয়া-
আটকাতে যদি না পারো,
মুঠোভরা ক্লান্তিতে জীবন-মৃত্যু সমান্তরাল হোক-
তবে সময়ের নিক্তিতে।।