জীবনের বর্ণময় পর্বগুলির শেষে
আচমকা সময় মাঝি আসে মৃদু হেসে
ভালোবাসার ছায়াময় সুশীতল নীড়ে
আপনজনার প্রীতিময় কথকতার ভিড়ে
নিয়তি নিঠুর অতি নিয়মের চক্রজালে
বিবশ বিদায় ক্ষণ লিখে দেয় ভালে
অবিরল অশ্রুজলে ভাসে বিদীর্ণ হৃদয়
সময় চতুর অতি চুপিসারে শেষ কথা কয়
বিদায় কথাটি বলা যতো না সহজ জানি
অন্তরে অন্তরে ব্যথার দহনে জ্বলে প্রাণখানি
মানুষ নিয়তির দাস চিরসত্য নিত্য অনুভবে
সময়ের ধারাপাতে বিদায় তো নিতেই হবে।