কে আর ফিরিয়ে দেবে মুখ !
চেনা মুখে চৈতালী সুখ !
আশপাশ ঢিলেঢালা বিধুরের দ্বীপ ।
ভীতু মেঘ ঢেকে আছে মন
আঁধারের ছায়া উন্মন
ডেকে ডেকে কে ফোটাবে হরিলুট দীপ ?
ক্ষয়ে আসে গাঢ় আনচান
পরবাসে স্বজনের টান
সময়ের তরবারী কাড়ে নাকি মাটি ?
ফাঁকা মনে ঢোকে সংশয়
কেন ফাঁকা হয় , সঞ্জয় ?
ভরাট চাঁদের টিপে কে বলাবে — হাঁটি… !