সব কাজেতে যেথায় যেমন
বিচারবোধটা চাই,
হেলা ফেলা নয়কো উচিত
ভেবে দেখো ভাই।
হাজার রকম কাজের মাঝে
রান্নাবান্নার কাজ,
সঠিক নিয়ম না মানলে যে
পেতেই হবে লাজ।
মাছ ও মাংস রাঁধতে যদি
নুন দিতে হয় ভুল,
করবে সবাই ছ্যা ছ্যা তোমায়
বিঁধবে বুকে শূল।
পান খেতে যে চুণটা লাগে
নইলে বিস্বাদ রয়,
উপাদানের ভারসাম্যতায়
উপভোগ্য যে হয়।
তখন যেকাজ করবে তখন
কাজেই রাখলে মন,
তবেই মিলে সফলতা
খুশির সাথে ধন।