দেশে দেশে শ্লোকের শ্যাম্পেন ।
অবাধ অন্দরে ভিন্ন মত দেশদ্রোহীতা ।
উদ্বাস্তু ফেনার হামাগুড়ি ছাপ ।
এটাই উল্লাস । মুছে দিলে সাফ্ ।
রেড কার্পেট । গার্ড অব অনার । জাতীয় সম্মান ।
সাম্য — মৈত্রী — স্বাধীনতা ।
উপরের শব্দগুলো বড় জ্বালাচ্ছে , ঠিক ?
ক্ষমতার তন্ত্র এসে গলাধাক্কা দিক ।
কি আশ্চর্য নীরবতা । জনতা জঙ্গলে ?
অরণির খোঁজে ? নাকি লুকিয়েছে ভয়ে ?
এই বুঝি বুকে বকলস বাঁধে !
সভ্যতা নিভে এলে মজ্জার মোম জ্বেলে
আদিম জননী আলো রাঁধে ।