শুধু কি তুমিই এই প্রাপ্তিটুকু পাবে ?
আমি কি একটুও পাব না ?
তা কি কখনো হয় ?
শুধু কি তুমিই এই পথ দিয়ে যাবে ?
আমি কি মোটেও যাব না ?
তা কি কখনো হয় ?
কষ্টের মহড়ায় ছিলাম আমি সহসা
সেদিনও তোমাকে ছিল কত ভরসা
সবই আছে মনে
মনে পড়ে ক্ষণে ক্ষণে
সব অনুভূতির সহানুভূতি তোমারই জন্য রবে
ভারসাম্য আসবে কি সামান্য ?
তবে তা কবে ?
শুধু তুমি সব রসের রসিক হবে ?
আমি কি এক ফোটাও পাবো না ?
এইতো এলো সবে
হবে; হবে; হবে; সব হবে।