কখন যেন পাল্টে গেলো
মানব ধর্মের ইতিকথা,
অসাম্প্রদায়িক তত্ত্বগুলো
তুললো নৃশংস মাথা।
মানব আর জানোয়ারের
রইলো না আর ভেদ,
সুধাক্ষরা জমির উপরেই
রক্তপিপাসুদের জেদ।
চারটি দিনের জন্য বছরে
অসুর নাশে আগমন,
মিথ্যা করে সেই সব মিথ
আসল অসুর নয়ন।
ধ্বংস করেই সাবেকি পূজা
ওঠে ধর্মাধর্মের ধ্বজা,
ধর্মের সংজ্ঞায় জিজ্ঞাসা চিহ্ন
মানবতাকে দেয় সাজা।
এ কোন বিশ্ব সভ্যতার শীর্ষে
শুধু রক্তের হোলি খেলে,
‘ধর্ম যার যার উৎসব সবার’-
এ উক্তি সিদ্ধ মিথ্যা বলে।।