সাদা সাদা তুলোর রাশি
খুকুর বেজায় পাচ্ছে হাসি,
অপটু হাত চালায় জোরে
কারুশিল্পে আপন ঘোরে ।
ঘুরে আসে মেঘের ভেলায়
মেতে ওঠে আপনি খেলায়,
মাাটির পাহাড়ে ঝর্ণা নামে
নৌকা বানায় রঙিন খামে।
সকালের পর দুপুর আসে
দুপুর পেরিয়ে বিকেল হাসে,
রঙিন সুতোর আলতো টান
কাঁথার মাঝে ফুলের বাগান!
বালির গড়া মরুভূমি মাঝে
পাটের উট চলেছে সাঁঝে ,
মনটা খুকুর উদাস কেমন
পটে আঁকে সবুজ রতন!