পথ দু’ধারে সারি সারি সবুজায়নের সাজ,
বিশ্ব মাঝে গঠিত হবে সবুজ অরণ্যের রাজ l
প্রতি জনে করে যদি একটি বৃক্ষের রোপণ,
একটি গাছ একটি প্রাণ, হবে সবুজায়ন l
বৃক্ষের দয়ায় নামে বর্ষা, ফলে সোনালি ফসল,
অবধি জমিনে বৃক্ষের বনায়ন,বন্ধু সে আসল l
পরিবেশ দূষণ ও বৃক্ষ ছেদনে প্রকৃতি হচ্ছে শোষণ,
গাছের শিকড়ের বাঁধনে রক্ষা পায় মৃত্তিকা অপসারণ l
বৃহৎ শিল্পের করাঘাতে প্রকৃতির চরম পরিণতি,
যুগের বহমান স্রোতে সবুজায়নে ঘটছে অবনতি l
জীবনের প্রতি রন্ধ্রে রন্ধ্রে সবুজের মহান দান,
বৃক্ষ রোপণ জোগায় বিশ্বে অক্সিজেনের সন্ধান l
ক্লান্ত পথিক শীতল ছায়ায় ফিরে পায় প্রাণ,
মুক্ত পবনে বাঁচবো মোরা,মৃত্যু ভয় পাবে পরিত্রাণ l
পৃথিবী হবে মানব জনের আদর্শ বাসস্থান….,
প্রতি পত্রের ঐক্য বিচিত্রতায় রঙ বাহারি অবস্থান l
এসো গড়ে তুলি সতেজ সুন্দর একটি পরিবেশ,
সচেতনতার হাত বাড়িয়ে বৃহত্তর হোক সবুজের রেশ l